সুন্দরবন এবং সাগরকে বাঁচাতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের
প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গাসাগর। ক্রমাগত ভাঙছে সাগর সমুদ্র তট। এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ সমুদ্রতট বরাবর প্লান্টেশন লাগানোর পরিকল্পনা করা হয়েছে। নদী এবং সমুদ্র বাঁধের ভাঙন রুখতে বিশেষ নয়া উদ্যোগ রাজ্য সরকারের।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হলো সাগর দ্বীপে। সমুদ্র পাড়ে নিজ হাতে ম্যানগ্রোভ বৃক্ষরোপন এবং সাগরের মানুষদের হাতে হাতে ম্যানগ্রোভ প্রদান করেন জেলাশাসক সুমিত গুপ্তা, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মূলত ভ্যাটিভার ঘাস প্রজাতির বিশেষ কিছু গাছ রোপন করা হয়। আগামী দিনে গঙ্গাসাগর তথা সমগ্র সুন্দরবনকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের। এদিকে অনুষ্ঠান থেকে পুরস্কৃত করা হলো এবং লালন পালনের তিনজন সাগরের মানুষকে।
এদিনের এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, সাগর ব্লকের ভিডিও কানাইয়া কুমার রায়, জি বি ডি এ আধিকারিক নিরঞ্জন তরফদার, কাকদ্বীপ এসডিও মধুসূদন মন্ডল, এসপি পটেশ্বর রাও , ডিস্ট্রিক্ট ফরেস্ট আধিকারিক মনোজ কুমার আগরওয়াল , এটিএম জেনারেল অনীশ দাশগুপ্তা, এবং আরো অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠান পুরোটাই পরিচালনা করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনন্যা মজুমদার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊