বড়দিনের ঠিক আগে দেশের মোট পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ

five states of the country appointed new governors just before Christmas


বড়দিনের ঠিক আগে দেশের মোট পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করার কথা জানাল রাষ্ট্রপতি ভবন। মণিপুরের পাশাপাশি উড়িষ্যা, বিহার, কেরল ও মিজোরামে রাজ্যপাল পরিবর্তন করা হয়।

বিহারের রাজ্যপালকে দায়িত্ব দেওয়া হল কেরলে, আবার কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান-কে নিয়ে যাওয়া হল নীতীশ কুমারের রাজ্যে। একই রকমভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরাম ও পূর্ব ভারতের ওডিশার রাজ্যপালের মধ্যে রদবদল হল। মানে উড়িষ্যার রাজ্যপাল এবার মিজোরামের রাজভবনের দায়িত্ব যাচ্ছেন। আর মিজোরামের রাজ্যপাল হবেন উড়িষ্যার রাজ্যপাল। উড়িষ্যার রাজ্যপাল রঘুবীর দাসের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে রাষ্ট্রপতি ভবন থেকে জানোন হয়েছে।

দেশের সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা (Ajay Kumar Bhalla)-কে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে দীর্ঘদিন ধরে অশান্তি, অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে। বেশ কিছু ঘটনায় মণিপুরের বিজেপি সরকারের ব্যর্থতা সামনে চলে আসছে। ইন্টারনেটে নিষেধাজ্ঞা থেকে ব্যাপক সংখ্যায় সেনা-কেন্দ্রীয় বাহিনী নামিয়েও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছেন না মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এবার সেই মণিপুরে রাজভবের দায়িত্ব দেওয়া হল ২০১৯ সালের অগাস্ট থেকে পাঁচ বছর দেশের স্বরাষ্ট্রসচিব থাকা পঞ্জাবের ৬৪ বছরের অজয় ভাল্লাকে।

নরেন্দ্র মোদী সরকারের নেওয়া জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ভূ স্বর্গের পরিস্থিতি সামলানো থেকে দেশজুড়ে চলা সিএএ প্রতিবাদ, উত্তর ভারতের কৃষক আন্দোলন, কোভিড পরিস্থিতির মোকাবিলায় বড় ভূমিকা নেন অজয় ভাল্লা। ভাল্লার কাজে নরেন্দ্র মোদী-অমিত শাহ এতই খুশি ছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব হিসেবে বারবার তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়। এরপর চলতি বছর ২২ অগাস্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের পদ থেকে অবসর নেন। তবে অবসরের মাস চারেকের মধ্যে মোদী সরকারের সবচেয়ে বড় মাথাব্যথার মণিপুরের পরিস্থিতি সামলাতে জলন্ধরের দুঁদে আমলা ভাল্লা-কে সেখানে পাঠাল কেন্দ্র সরকার।