হঠাৎ অবসর ঘোষণা, দানা বেঁধেছে বিতর্ক! ক্ষমা চাইলেন অশ্বিন

Ashwin


ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শেষে হঠাৎই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। আর তার অবসর গ্রহনের পরেই দাদা বেঁধেছে বিতর্ক।


অশ্বিনের অবসরের সিদ্ধান্ত নিয়ে তাঁর পিতা রবিচন্দ্রনের দাবি, অপমানিত হয়েই হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার। এই দাবির পরে শুরু হয়েছে বিতর্ক। পিতার মন্তব্যের পর তাঁর হয়ে ক্ষমা চেয়েছেন অশ্বিন।


অশ্বিনের বাবা বলেন, “ওর ঘোষণার ঠিক আগেই আমরা জানতে পারি। অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর। ও যখন মনে করেছে তখন সেই সিদ্ধান্ত নিয়েছে। আমি তাতে কিছু বলব না। কিন্তু আমার মনে হয়েছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে অনেক কারণ আছে। হতে পারে অপমানিত হয়েই এই সিদ্ধান্ত ও নিয়েছে।”


অশ্বিনের বাবার মন্তব্য থেকে স্পষ্ট যে বেশি সুযোগ না পাওয়ায় কারণেই অবসরের সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ায় একমাত্র অ্যাডিলেডে খেলেছেন অশ্বিন। বিদেশের মাটিতে একজন স্পিনারকেই খেলাচ্ছে। পরবর্তী টেস্ট ইংল্যান্ডে। ঘরের মাঠে টেস্ট নেই তাই হয়তো পড়ে দাঁড়িয়েছেন এমনটাই মনে করা হচ্ছে। রোহিতও এমনটাই জানিয়েছেন। কিন্তু রবিচন্দ্রনের কথা থেকে পরিষ্কার, অশ্বিনের মতো বোলারের আরও নিয়মিত সুযোগ পাওয়া উচিত ছিল। সেটা না দিয়ে তাঁকে অপমান করা হয়েছে।


পিতার মন্তব্য নিয়ে ক্ষমা চেয়েছেন অশ্বিন। তিনি বলেন, “আমার বাবা জানে না সংবাদমাধ্যমের সঙ্গে কী ভাবে কথা বলতে হয়। আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলবেন। সকলকে অনুরোধ করছি বাবাকে ক্ষমা করে দিন। বাবাকে একা থাকতে দিন।”


অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর দেশে ফিরে এসেছেন অশ্বিন। চেন্নাইয়ে তাঁকে স্বাগত জানিয়েছে তাঁর পরিবার। আন্তর্জাতিক থেকে অবসর নিলেও ক্লাব স্তরে খেলবেন অশ্বিন।