WBPSC CIVIL SERVICES: সিভিল সার্ভিস পরীক্ষার প্রাথমিক বিজ্ঞপ্তি দিল PSC
West Bengal Civil Service Executive সহ একাধিক ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে West Bengal Public Service Commission । ২০ নভেম্বর, ২০২৪ তারিখ WBCS 2024 Notification জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি নং 08/2024। বিজ্ঞপ্তিতে জানানৌ হয়েছে খুব শীঘ্রই শুরু হবে আবেদন গ্রহন।
West Bengal Public Service Commission প্রতি বছর রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে West Bengal Civil Service Executive সহ একাধিক ক্যাডারে নিয়োগ করতে এই পরীক্ষা পরিচালনা করে। প্রার্থীকে আবেদন করতে অবশ্যই স্নাতক পাশ হতে হবে। সিভিল সার্ভিসের বিভিন্ন গ্রূপ অনুযায়ী বয়সসীমা থাকে ভিন্ন। গ্রূপ-এ ও গ্রূপ-সি পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ২১- ৩৬ বছরের মধ্যে। গ্রূপ-বি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০- ৩৬ বছরের মধ্যে। আর গ্রূপ-ডি পদগুলির ক্ষেত্রে বয়স ২১- ৩৯ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।
খুব শীঘ্রই হয়তো পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আর তাতেই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ২০২৪ সালের WBCS পরীক্ষার প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশ হতে আশার আলো দেখছে প্রার্থীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊