দুদিন বন্ধ থাকবে ইউপিআই, জানালো HDFC, কবে কবে? 

HDFC


দুদিন বন্ধ থাকবে ইউপিআই পরিষেবা গ্রাহকদের আগেই জানিয়ে দিল HDFC ব্যাঙ্ক। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি জানিয়েছে নভেম্বর মাসে মোট দুদিন ইউপিআই পরিষেবা কাজ করবে না। সিস্টেম মেনটেইন্সের জন্য আগামী ৫ নভেম্বর এবং ২৩ নভেম্বর বন্ধ থাকবে এই ইউপিআই পরিষেবা। এইচডিএফসি জানিয়েছে যে আগামী ৫ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ২টো এবং ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে ইউপিআই পরিষেবা।

এইচডিএফসির রুপে ক্রেডিট কার্ড, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ইউপিআই লেনদেন বন্ধ থাকবে এই সময়ে। এইচডিএফসি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, জি-পে, হোয়াটস অ্যাপ পে, পেটিএম, মোবিকুইক ইত্যাদি ক্ষেত্রেও একইভাবে লেনদেন বন্ধ থাকবে ব্যাঙ্কের।

বর্তমান সময়ে ইউপিআইয়ের ব্যাপক চাহিদা। খাবারের বিল থেকে বিদ্যুৎ বিল, শপিং সব ক্ষেত্রেই লেনদেনের জন্য ইউপিআইয়ের ব্যবহার বেড়েছে। দিনের ২৪ ঘণ্টাই এই পদ্ধতিতে লেনদেন করা যায়। ব্যাঙ্কের শাখা যেদিন বন্ধ থাকে, সেদিনও চালু থাকে ইউপিআই পরিষেবা। ফলে বেশ সুবিধা পায় ব্যবহারকারীরা। কখনো কখনো জরুরী কিছু সিস্টেম মেনটেইন্সের জন্য ব্যাঙ্ক গুলি পরিষেবা বন্ধ রাখে।