ফের দুর্ঘটনার কবলে রেল, এবার প্যাসেঞ্জার ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা 

ফের দুর্ঘটনার কবলে রেল, এবার প্যাসেঞ্জার ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা



মঙ্গলবার দুপুরে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ঝাড়খণ্ডের জসিডি ও শঙ্করপুরের মাঝে ২৭/ই রেল গেটে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার সময় গেট টপকে রেললাইনে চলে আসা ট্রাককে ধাক্কা মারে ০৩৬৭৬ ডাউন ঝাঁঝা আসানসোল বর্ধমান মেমু প্যাসেঞ্জারে ট্রেন। ট্রেনের সামনের অংশ ট্রাকের সাথে ধাক্কা খাওয়ায় চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও একটি বড় দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনার পর ঐ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বন্দনা কুমারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। মধুপুর থেকেও রেল আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। বিকেল সাড়ে চারটায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের সামনের অংশ থেকে পিছনের অংশ আলাদা করা হয়। প্রায় তিন ঘন্টা পর সন্ধ্যা সাড়ে পাঁচটার পর ঐ লাইনে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণে ঝাঁঝা-আসানসোল-বর্ধমান মেমু ট্রেন আসানসোলে পৌঁছাতে পারেনি। ফলে আসানসোল স্টেশনে অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। রেল কর্তৃপক্ষ সন্ধ্যা ৫টা ২০ মিনিটে আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন চালায়।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানান, ট্রেনটি আসানসোলের দিকে আসার সময় জসিডি ও শঙ্করপুরের মাঝে ২৭/ই লেভেল ক্রসিং গেটে এই দুর্ঘটনা ঘটে। গেট বন্ধ করার সময় একটি ট্রাক জোর করে রেললাইনে ঢুকে পড়ে এবং ট্রেনের সাথে সংঘর্ষ হয়। তিনি আরো জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও বিভাগীয় তদন্ত করা হবে।

আসানসোল ডিআরএম চেতনা নন্দ সিং জানান, রেল কর্মীরা তৎপরতার সাথে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং আপ লাইনের চলাচলেও প্রভাব পড়ে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।