অপরাজিতা বিল পাসের সমর্থনে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল

Trinamool Mahila Congress march in support of Aparajita Bill passing


জলপাইগুড়ি মোহিতনগর এলাকায় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সুবিশাল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ।

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের পর রাজ্যে সরকার এই বিলের খসরা পেস করে বিধানসভায় এবং অনুমোদন করে এবার সেই বিলকে আইনে পরিণত করার দাবিতে শনিবার রাজ্যে জুড়ে তৃণমুল কংগ্রেস দলের পক্ষ থেকে পথে নেমে আন্দোলন শুরু করা হয়, তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ির মহিত নগরে এদিন মহিলা তৃণমুল কংগ্রেস কর্মী সমর্থকেরা মিছিল করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।