লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata Banerjee




এরাজ্যের মহিলাদের জন্য সুখবর। ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) সুবিধার অন্তর্ভুক্ত হচ্ছে বাংলার আরও বহু মহিলা। বৃহস্পতিবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন করে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে যুক্ত করা হল। এটা আজীবন পাবেন। বছরে ৬২৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্যের। সংখ্যাটা হবে ২ কোটি ২১ লক্ষ। ১ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে।''

লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ। আর সেদিনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর।

এদিন মুখ্যমন্ত্রী আরো জানান, অন্য রাজ্যে অনেক শর্ত আছে। বাংলায় নেই। একটা পরিবারে চার জন মহিলা থাকলেও পায়। এটা তাঁদের গর্ব। অন্য রাজ্যে সাইকেল, স্মার্ট ফোন থাকলে পাওয়া যায় না, বাংলায় এমন কোনও শর্ত নেই। আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ব বোধ করি।

তিনি আরোও যোগ করেন, আমাদের তফশিলি জাতি উপজাতি শ্রেণিভুক্তরা ১২৫০ টাকা ইতিমধ্যেই পায়। সাধারণরা ৫০০ ছিল ওটা ১০০০ করা হয়েছে বাড়িয়ে। যে কোনও রাজ্যের সঙ্গে মিলিয়ে দেখান, যাঁরা শুরু করেছেন দু মাস-তিন মাসের জন্য, মিলিয়ে দেখান তো এই পরিমাণ কোথাও আছে কিনা। শুধু তাই নয়, বিধবা ভাতায় আবেদন করতে হবে না। ৬০ বছর হলে স্বাভাবিকভাবেই চলে যাবে।