দার্জিলিঙে কর্মসংস্থানের জন্য নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee

উত্তরবঙ্গে সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তরবঙ্গ সফরে এসে দ্বিতীয় দিন মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। উন্নয়ন বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি ওই সমস্ত বোর্ডের অডিট, প্রকল্পের অগ্রগতির উপর নজরদারির জন্য ‘মনিটরিং সেল’ তৈরি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংবাসীর সামগ্রিক উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা দেন।

ট্র্যাফিকের সমস্যা সমাধানে অত্যাধুনিক পার্কিংয়ের ব্যবস্থার পাশাপাশি একটি মার্কেট কমপ্লেক্স নির্মাণের ছাড়পত্র দিয়েছেন তিনি। ওই কমপ্লেক্সের দুটো তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ করা হবে। কারিগরি দক্ষতা বৃদ্ধিতে পাহাড়ে চারটি প্রতিষ্ঠান খোলার কথাও ঘোষণা করেছেন মমতা। পাহাড়ের যুবক-যুবতীরা তিন মাসের কারিগরি শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাবেন। চা-বাগানের শ্রমিকদের আরও বেশি করে পাট্টা দেওয়ার কথাও বলেছেন।

তিনি বলেন, ‘‘প্রতিটি জেলার ক্ষেত্রেই এক একরের মতো জমি খুঁজতে বলা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে তা সম্পূর্ণ হয়েছে। সেখানে পিপিই মডেলে বহুতল গড়ে তোলা হবে। বাজার, পার্কিং, সিনেমা হল থাকবে। স্বনির্ভর গোষ্টীর জন্য দু’টি ফ্লোর থাকবে। তারা সেখানে নিজেদের তৈরি দ্রব্যের পসরা নিয়ে বসবে।’’

মমতা বলেন, ‘‘ডেভেলপমেন্ট বোর্ডের পুনর্নির্মাণ করা হবে। এর জন্য জিটিএ চেয়ারম্যান-সহ চিফ এগ্‌জ়িকিউটিভ-সহ বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। আগামী দেড় মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে। তত দিন পর্যন্ত যে ভাবে কাজ চলছিল, সে ভাবেই চলবে।’’ তিনি আরও বলেন, ‘‘কাজের সুবিধার জন্য একটি মনিটরিং সেল করা হবে। অনিত (থাপা) যে হেতু জিটিএ-র নির্বাচিত প্রতিনিধি, তাঁকেই ওই সেলের চেয়ারম্যান করা হবে। আর এলবি রাই হবেন ভাইস চেয়ারম্যান।’’