Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধানসভা ভোটকে পাখির চোখ করে কিষান তৃণমূল কংগ্রেসে রদবদল

বিধানসভা ভোটকে পাখির চোখ করে কিষান তৃণমূল কংগ্রেসে রদবদল

Alipurduar



আলিপুরদুয়ার :- 

২০২৬ সালের বিধানসভা ভোট কে সামনে রেখে আলিপুরদুয়ার জেলায় কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রদবদল শুরু হলো। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব , ব্লকের সভাপতি গন ও টাউন ব্লকের নেতৃত্বরা। এদিন দীর্ঘ আলোচনার পর টাউন ব্লক সভাপতি পরিবর্তন করা হয়েছে । আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করে জেলা কিষান খেতমজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। 


জানা গেছে মূলত ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এছাড়াও এদিন বৈঠক জেলা কমিটি এবং টাউন ব্লক কমিটি ও ঘোষণা করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ রায়, জেলা সহ-সভাপতি কঙ্ক মুখার্জি ও জেলা স্পিকার শ্যামল নাথ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। 


জেলা নেতৃত্বের কাছ থেকে জানা গেছে জেলার অনেক কৃষানের অঞ্চল সভাপতি পরিবর্তন হচ্ছে সঠিক কাজ না করায়। আগামী ডিসেম্বর মাসেই ব্লক এবং অঞ্চল কমিটি গুলো সম্মেলন হবে। ‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code