আজকের দিনেই স্বাধীন ভারতের প্রথম ডাকটিকিট 'জয় হিন্দ' প্রকাশিত হয়েছিল


On this day, the first postage stamp of independent India 'Jai Hind' was published


আজকের দিনেই স্বাধীন ভারতের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়েছিল। যেখানে বড় অক্ষরে লেখা ছিল 'জয় হিন্দ' । আসুন জেনে নেই ভারতীয় ডাক টিকিটের সংক্ষিপ্ত ইতিহাস।


খ্রিস্টিয় ষোড়শ শতকে সম্রাট শের শাহের আমলে ভারতের সব জায়গায় অশ্বারোহী অর্থাৎ ঘোড়ায় ডাক ব‍্যবস্থা প্রচলিত ছিল। পরবর্তীকালে মোগল সম্রাট আকবরের আমলেও অশ্বারোহী ডাক ব‍্যবস্থা চালু ছিল এবং সে সময় ঘোড়ায় চেপে আগ্রা থেকে আমেদাবাদে চিঠি পৌঁছতে সময় লাগতো পাঁচ দিন।

এরপর ১৮৫০ খ্রিস্টাব্দে ডাক ব‍্যবস্থার উন্নতি করতে মেসার্স কোটনি, ফরবেস্ ও বিডন সাহেবকে নিয়ে তৈরি হয় একটি কমিশন। সেই সময়েই তৈরি হয় আজকের ডাক ব‍্যবস্থার রূপরেখা। পরে ১৮৬৩ খ্রিস্টাব্দে ডাক ব‍্যবস্থাকে ঢেলে সাজাতে নিয়োগ করা হয় ৩৩ হাজার পোস্টাল রাণার। ওই সালেই রাণাররা ৮৫৩ মাইল পায়ে হেঁটে, কখনও গোরুর গাড়ি আবার কখনও ঘোড়ার গাড়ির সাহায্যে ৫, ১৫৬ মাইল পথ ভ্রমণ করে গোটা ভারতের বিভিন্ন জায়গায় চিঠিপত্র পৌঁছে দেন।

এরপর ১৮৮৪ খ্রিস্টাব্দ থেকে মহারাণী ভিক্টোরিয়ার ছবি দেওয়া "হাফ্ আনা" ( দুই পয়সা)-র খামে সিকি ভরি ওজনের চিঠি পাঠানো শুরু হয় ভারতের সর্বত্র।

এ দেশে প্রথম ডাকটিকিট ছাপা হয় ১৮৫৪ খ্রিস্টাব্দে কলকাতার উড্ স্ট্রীটে। সেটি ছিল মহারাণী ভিক্টোরিয়ার ছবি দেওয়া দুই পয়সার ডাকটিকিট। এটি দুষ্প্রাপ্য। ১৮৫৫ থেকে ১৯২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের সব ডাকটিকিট ছাপা হতো বিলেতে। তারপর তা ভারতে আসতো। ১৯২৬ খ্রিস্টাব্দে ভারতের বোম্বাই প্রদেশের নাসিকে একটি ছাপাখানা বসানো হয়। এরপর এই ছাপাখানা থেকেই ভারতের যাবতীয় ডাকটিকিট ছাপা হতে থাকে।

On this day, the first postage stamp of independent India 'Jai Hind' was published

কর্ণেল ফরবেসের পরিকল্পনামতো কলকাতা টাঁকশাল থেকে প্রথম বের হয় সিংহ ও তালগাছ আঁকা দুই আনা দামের ডাকটিকিট। ১৮৫৪ খ্রিস্টাব্দের মে থেকে ১৮৫৫ খ্রিস্টাব্দের আগস্ট পর্যন্ত কলকাতায় ছাপা হয় ৪ কোটি ৭৭ লক্ষ ৩২ হাজার ৪৯৬ টি ডাকটিকিট।


১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর, স্বাধীন ভারতের সরকার এই দিনে প্রথম ডাকটিকিট জারি করে। আজকের প্রজন্ম বুঝতে পারবে না কিন্তু সে সময় এর দাম নির্ধারণ করা হয়েছিল সাড়ে তিন আনা। 'জয় হিন্দ' নামে জারি করা এই ডাকটিকিটটির মাঝখানে তিরঙ্গার ছবি ছিল, আর বাম পাশে এর দাম অর্থাৎ ইংরেজিতে লেখা ছিল সাড়ে তিন আনা। তেরঙার ঠিক নিচে 'ইন্ডিয়া' এবং তেরঙার পাশে ১৫ আগস্ট ১৯৪৭ লেখা ছিল।

On this day, the first postage stamp of independent India 'Jai Hind' was published


এই ডাকটিকিটটি ছিল নীল রঙের কাগজের একটি ছোট টুকরো, কিন্তু বাস্তবে এটিই ছিল ইতিহাসের পাতায় স্বাধীন ভারতের প্রথম স্বাক্ষর, যা সারা বিশ্বের সামনে ভারতের স্বাধীনতার বিজয় ঘোষণা করছিল।