শিবির বদল!  কমলাগাও সুজালী অঞ্চলে চলছে শিবির বদলের পালা! 



কমলাগাও সুজালী অঞ্চলে চলছে শিবির বদলের পালা। একদিকে যেমন অঞ্চলের নবনিযুক্ত প্রেসিডেন্ট আব্দুস সাত্তার অন্যদিকে প্রাক্তন অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল হক। গত ১৫ মাস থেকে আব্দুল হক ফেরার তাকে দেখা যায় না সুজালী অঞ্চলে। অন্যদিকে আব্দুল হকের শিবির ছেড়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আব্দুস সাত্তারের দিকে যোগদান করেছিলেন। 



কিন্তু গত কয়েকদিনে আব্দুস সাত্তারের শিবির ছেড়ে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে প্রধান এর হাত ধরে চলে যান বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিধায়কের বাড়িতে রয়েছেন। একদিকে রওশন আলী গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার স্ত্রী রিজিয়া খাতুন পঞ্চায়েতের সমিতির সদস্য এমনকি আব্দুল হকের ঘনিষ্ঠ। আব্দুল হক ফারার হওয়ার পর রোশন আলী ১৫ মাস থেকে বসেছিলেন বলে জানান। আজকে আবারো আব্দুস সাত্তার এর শিবিরে যোগদান করলেন। 



একদিকে আব্দুল হক ও প্রধানের দিকে 19 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকলেও আব্দুল হকের ঘনিষ্ঠ রোশন আলী তিনি আজকে অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের দিকে যোগদান করেন। পঞ্চায়েত সমিতির সদস্য রিজিয়া খাতুন এবং সুজালী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রৌশন আলিকে পুনরায় দলে নেওয়া হল আজ। রোশন অলীকে পুনরায় দলে ফেরা পর স্থানীয় বুথের সাধারণ জনগণ অনেক খুশি বলে জানান।