প্রকাশিত হলো ENGLISH AND MATH TALENT HUNT-2024 পরীক্ষার ফল
কলকাতার নবপরিবর্তন ধরার English Talent Hunt পরীক্ষার ফল আজকে Official ভাবে প্রকাশিত হল। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষনা করলেন উত্তরবঙ্গের মুখ্য আয়োজক গণেশ চ্ন্দ্র রায় মহাশয়। তিনি বলেন - যে সব ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংগ্রহণ করেছিল বিভিন্ন সেন্টার থেকে, তারা আমাদের এই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে এ গিয়ে রোল নং দিয়ে সার্চ করলে তৎখনাৎ রেজাল্ট দেখতে পাবে। website হল www.nabaparibartandhara.org ।
এছাড়াও যাদের OMR sheet ভুল হয়েছে তারা রেজাল্ট দেখতে পারবে না। তাদের উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। রেজাল্ট দেখার পর কেউ রিভিউ করতে চাইলে তার ব্যবস্থা আছে,তার জন্য প্রার্থীকে একটা আবেদন করতে হবে।
যে সব ছাত্র ছাত্রী 40 শতাংশ পাবে তারা শুধু পাশ করবে। মার্কস অনুযায়ী আমাদের A,B,C সার্টিফিকেট থাকবে সেগুলি উপহার সহ স্কুল এ পাবে ফেব্রুয়ারি মাসে। যারা A+ এবং রাজ্য স্তরে র্যাঙ্ক পাবে তাদেরকে মঞ্চে ডেকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানটি মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবে ,সাহিত্যিক, শিক্ষাবীদ এবং সংস্থার কর্ণধার যাঁরা।
0 মন্তব্যসমূহ
thanks