ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে ছাড়পত্র দেবে ভারত? কি জানালেন মন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও শর্ত মানলে তবেই ভারতে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক (স্যাটেলাইট) ইন্টারনেট পরিষেবা দিতে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সুরক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলেই দাবি করেছেন তিনি।
সম্প্রতি স্টারলিঙ্ক ও অ্যামাজ়নের সঙ্গে বিতণ্ডায় জড়ায় জিয়ো এবং এয়ারটেল। স্পেকট্রাম বণ্টন নিয়ে এই বিতণ্ডা। আমেরিকার সংস্থা দু’টির দাবি ছিল, এর জন্য প্রয়োজন স্পেকট্রাম বণ্টন করা। সারা বিশ্বে এই নীতি নেওয়া হয়। তবে ভারতীয় সংস্থা দু’টি নিলামের পক্ষে। তবে আন্তর্জাতিক বিধি মেনে ভারতেও স্পেকট্রাম বণ্টন হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ভারতী গোষ্ঠীর ওয়ানওয়েব এবং জিয়ো-এসইএসকে ট্রাই ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ট্রাই সব কিছু চূড়ান্ত করবে। এখন দেখার, শেষ পর্যন্ত এই নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়।
মন্ত্রী এদিন জানান, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ওই সংস্থা সংশ্লিষ্ট সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শুরু করেছে। তারা সেই প্রক্রিয়া শেষ করলেই তাদের ভারতে পরিষেবা প্রদানের লাইসেন্স দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন সিন্ধিয়া বলেন, 'ওদের (স্টারলিঙ্ক সংস্থা) লাইসেন্স পেতে হলে সমস্ত নিয়ম মানতে হবে। আপনাকে নিরাপত্তার দিকটিও তো দেখতে হবে। ওরা সেসব খতিয়ে দেখছে। যখনই প্রয়োজন অনুসারে সমস্ত নিয়ম মানার প্রক্রিয়া শেষ হবে, ওরা লাইসেন্স পেয়ে যাবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊