মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধৃত ২ 

Caught while smuggling ganja under the cover of fish

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুইজন। উদ্ধার হল প্রচুর পরিমাণ গাঁজা।আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের ঘটনা।

জানা গিয়েছে শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানে যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে। 

মাছের পেটির সঙ্গে এই গাঁজা রাখা ছিল। এই ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জের বিডিও শুভদীপ গোস্বামী পৌচ্ছায়। ঘটনার তদন্তে পুলিশ।