Latest News

6/recent/ticker-posts

Ad Code

সচেতনতা মূলক কর্মসূচি গুরুকুল পাবলিক মডেল স্কুলের

সচেতনতা মূলক কর্মসূচি গুরুকুল পাবলিক মডেল স্কুলের

Gurukul Public Model School


হুগলি রুরাল পুলিশের পরিচালনায় আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তী মহাশয়ের নেতৃত্বে , খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান তত্ত্বাবধানে , খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তীর আহ্বানে, গুরুকুল পাবলিক মডেল স্কুলের পক্ষ থেকে খানাকুল এর বীরলোক মোড়ে বিভিন্ন কর্মসূচি।



উপস্থিত ছিলেন আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তী , খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুন্সি হামিদুর রহমান মহাশয়, মহিলা উইনার্স টিম হুগলি রুরাল পুলিশের। খুদে ছাত্র ছাত্রীরা তারা তাদের পথ নাটিকার মাধ্যমে সমাজে ক্ষতি কারক দিক তুলে ধরেছে, যাতে পথ চলতি মানুষ দেখে সচেতন হয়। চলতে থাকে বিভিন্ন পথনাটিকা । 



অনুষ্ঠান শেষে আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তী এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এর সঙ্গে ছবি তোলার আবদার করে সমস্ত স্কুলের পড়ুয়ারা, তাদের আবদার পূরণ করতে তাদের সঙ্গে ছবি তোলে, খুশি হয়ে খুদে পড়ুয়ারা আনন্দে বাড়ি ফেরে, অভিবাবক রা জানান এই ভাবে পুলিশকে বন্ধু হিসাবে পেয়ে খুবই ভালো লাগছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code