বাংলায় ৬ বিধানসভায় উপনির্বাচন কবে? তারিখ জানালো নির্বাচন কমিশন 


Bengal 6 assembly by-election


মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (West Bengal Bye-Elections)। দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।

উপনির্বাচন (West Bengal Bye-Elections) হবে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে। রাজ্যের বিধানসভা আসনগুলিতে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে উপনির্বাচন। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। ৬ টি আসনের মধ্যে রয়েছে-তালডাঙ্গরা, সিতাই, নৈহাটি, হাওড়া, মেদিনীপুর এবং মাদারিহাট ।

তালডাঙ্গরা, সিতাই, নৈহাটি, হাওড়া, মেদিনীপুর এবং মাদারিহাট- এই ছয় বিধানসভা কেন্দ্রে বিধায়করা লোকসভায় নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছেড়েছেন। এর মধ্যে মাদারিহাট বাদে বাকি ৫ টি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। 

এবার উপনির্বাচনে ৬ এ ৬ পাবে কিনা তৃণমূল কংগ্রেস এখন সেটাই দেখার। নাকি আর জি কর সহ রাজ্যের বর্তমান অবস্থা প্রভাব ফেলবে এবারের উপনির্বাচনে সেদিকেই তাকিয়ে বাংলা।  


একনজরে দেখেনিন যে সকল আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে-

আসাম (5 এসি): ধোলাই, সিডলি, বোঙ্গাইগাঁও, বেহালি, সামাগুড়ি

বিহার (4 এসি): রামগড়, তারারি, ইমামগঞ্জ, বেলাগঞ্জ

ছত্তিশগড় (1 এসি): রায়পুর সিটি দক্ষিণ

গুজরাট (1 এসি): ভাভ

কর্ণাটক (3 এসি): শিগগাঁও, সান্দুর, চন্নাপাটনা

কেরালা (3 আসন, 2 এসি + 1 পিসি): পালাক্কাদ, চেলাক্কারা, ওয়ায়ানাদ পিসি

মধ্যপ্রদেশ (2 এসি): বুধনি, বিজয়পুর

মহারাষ্ট্র (1 পিসি): নান্দেড পিসি

মেঘালয় (1 এসি): গাম্বেগ্রে

পাঞ্জাব (4 এসি): গিদ্দেরবাহা, ডেরা বাবা নানক, বার্নালা, চাব্বেওয়াল

রাজস্থান (4 এসি): চরসি, ক্ষিন্বসর, দৌসা, ঝুনঝুনু, দেওলি-উনিয়ারা, সালুম্বার, রামগর

সিকিম (2 এসি): সোরেং-চাকুং, নামচি-সিংহিথাং

উত্তরপ্রদেশ (9 এসি): মীরাপুর, কুন্দারকি, গাজিয়াবাদ, খায়ের, কারহাল, ফুলপুর, কাটহারি, মাঝাওয়ান, সিশামাউ

উত্তরাখণ্ড (1 এসি): কেদারনাথ

পশ্চিমবঙ্গ (6 এসি): তালডাঙ্গরা, সিতাই, নৈহাটি, হাওড়া, মেদিনীপুর, মাদারিহাট