বিধান মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান তুলে দিলেন মেয়র

bidhan market


শিলিগুড়ি : বিধান মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে তুলে দেওয়া হল আর্থিক অনুদান। বৃহস্পতিবার মেয়র রিলিফ ফান্ড থেকে সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্তদের হাতে ৫০ হাজার টাকা ও আংশিক ক্ষতিগ্রস্তদের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন মেয়র গৌতম দেব।

প্রসঙ্গত, গত ২৮ শে সেপ্টেম্বর বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৯টি দোকান পুরোপুরি পুড়ে যায় এবং আরও প্রায় ১৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। সেইসময় উত্তরবঙ্গ সফরে এসে ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ ও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই সেই ক্ষতিপূরণও তুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের হাতে।