অভিষেকে ১১ উইকেট নেওয়া শ্রীলঙ্কার স্পিনারকে নির্বাসিত করল আইসিসি

Praveen



অভিষেকে ১১ উইকেট নেওয়া শ্রীলঙ্কার স্পিনারকে নির্বাসিত করল আইসিসি। বাংলাদেশের বিরুদ্ধে ১১ উইকেট নিয়ে অভিষেক টেস্ট ম্যাচেই লাইমলাইটে চলে এসেছিলেন শ্রীলঙ্কার স্পিনার প্রবীণ জয়বিক্রম। হয়েছিলেন ম্যাচের সেরা। শ্রীলঙ্কার সেই স্পিনারকে নির্বাসিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। নিয়ম ভাঙার অভিযোগে নির্বাসিত করা হয় তাঁকে।

২০২১ সালের লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন একটি লেনদেন সংক্রান্ত বিষয়ে আইসিসি একটি তথ্য জমা দিতে বলেছিল সেই তথ্য জমা দিতে পারেননি তিনি। নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি আর তারপরেই তাঁকে এক বছরের জন্য নির্বাসিত করলো আইসিসি। একটি বিবৃতিতে আইসিসি বলেছে, “প্রবীণ নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তার ফলে আইসিসির সংবিধান মেনে এক বছর তাঁকে নির্বাসিত করা হয়েছে।”

২০২১ সালে শ্রীলঙ্কার হয়ে তিনটি ফরম্যাটেই অভিষেক হয়েছিল প্রবীণের। অভিষেক টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১১ উইকেট নিয়েছেন। পাঁচটি টেস্টে ২৫টি উইকেট সংগ্রহ তাঁর। পাঁচটি এক দিনের ম্যাচে নিয়েছেন পাঁচটি উইকেট। অভিযোগ ওঠার পর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।