Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্বশুরের হাতে জামাই খুন- ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

শ্বশুরের হাতে জামাই খুন- ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

শ্বশুরের হাতে জামাই খুন- ঘটনায় ব্যাপক চাঞ্চল্য


শ্বশুরের হাতে জামাই খুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি রংধামালী সংলগ্ন রায়পুর চা বাগানে।শ্বশুর মতিলাল নায়েক এর হাতে খুন জামাই বিরলাল নায়েক বলে প্রাক্তন প্রধান প্রধান হেমব্রম জানান।

ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন রায়পুর চা বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় জামাই বিরলাল নায়েকের।

গতকাল সন্ধ্যায় জামাই শ্বশুরের মধ্যে বচসা বাঁধে। বচসা হাতাহাতিতে গড়ালে শ্বশুর জামাইকে চাকু চালায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় জামাই এর বলে প্রাক্তন প্রধান স্থানীয় বাসিন্দা প্রধান হেমব্রম জানান।

আজ বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতালে জানা যায়। জামাই ও শ্বশুর একসাথে এই বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে দুজনের মধ্যে বচসা হত বলে স্থানীয় সূত্রে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code