Sania Mirza: সানিয়ার দ্বিতীয় বিয়ে নিয়ে জোর জল্পনা

Sania Mirza’s Latest Dubai Viral Pics Amid 2nd Nikah Rumours
Sania Mirza


দ্বিতীয় বিয়ে নিয়ে গুজবের মধ্যেই টেনিস তারকা সানিয়া মির্জাকে (Sania Mirza) দেখা গেল দুবাইতে। শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর সানিয়া (Sania Mirza) তাঁর ছেলের সঙ্গে দুবাইতেই থাকছেন।


ইতিমধ্যে স্যোসাল মিডিয়ায় রটেছে যে, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর টেনিস সুন্দরী সানিয়া (Sania Mirza) আরেক পাকিস্তানির হাত ধরেছেন । যাঁর সঙ্গে সানিয়ার দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা চলছে, তিনি হলেন উমের জাসওয়াল। শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী সানা জাভেদের প্রাক্তন স্বামী এই উমের।

Sania Mirza’s Latest Dubai Viral Pics Amid 2nd Nikah Rumours
Sania Mirza



এটা যেমন শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, তেমনই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদেরও দ্বিতীয় বিয়ে। গত বছর গায়ক ও অভিনেতা উমের জাসওয়ালের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সানা। এই পরিস্থিতিতে উমেরের ফের বিয়ে করার পরিকল্পনার খবরে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি সানিয়া মির্জাকে (Sania Mirza) বিয়ে করছেন।


Sania Mirza’s Latest Dubai Viral Pics Amid 2nd Nikah Rumours
Sania Mirza


দুবাই থেকে নিয়মিত ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সানিয়া মির্জা (Sania Mirza)। ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিয়ের পর থেকে, শোয়েব ও সানিয়া দুবাইতে থাকছিলেন। বিবাহ বিচ্ছেদের পরে, শোয়েব চলে গেলেও, সানিয়া এখনও তাঁর ছেলে ইজাহান মালিকের সঙ্গে দুবাইতেই থাকেন। 

Video দেখতে ক্লিক করুন- Click Here