মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে কালি লাগাতে আসবে তাদের মুখ সেই কালি মাখিয়ে দিতে হবে- উদয়ন গুহ
দিনহাটা:
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে কালি লাগাতে আসবে তাদের মুখ সেই কালি মাখিয়ে দিতে হবে, এভাবেই বিরোধীদের কটাক্ষ মন্ত্রী উদয়ন গুহের।
শনিবার বিকেলে সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মিলনীতে এমনই বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য, সহ সভাপতি আব্দুল সাত্তার, বিষ্ণু কুমার সরকার, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী থেকে শুরু করে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন আরও বলেন যে বিজেপি সিপিআইএম মিলে চক্রান্ত করে দুর্গাপূজা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ তাদের সেই চক্রান্তের জালে আটকা পড়েনি। তাই বাংলায় সুষ্ঠভাবেই দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
মন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এখন থেকেই দলীয় প্রচার করতে হবে। এছাড়াও এদিনের এই বিজয়া সম্মিলনীর মঞ্চে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির তিন পঞ্চায়েত সদস্যা সহ দিনহাটা দুই ব্লকের বেশি কিছু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊