মানব বন্ধন কর্মসূচী মহিলা তৃণমূলের
বাঁকুড়া জয়পুর:
'নারী ক্ষমতায়নে অনবদ্য দৃষ্টিপাত ও বিভিন্ন প্রকল্প সফল রুপায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'অসীম কৃতজ্ঞতা' জানিয়ে মানব বন্ধন কর্মসূচী মহিলা তৃণমূলের। সোমবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার জয়পুরেও এই কর্মসূচীতে অংশ নিলেন ওই দলের নেতা কর্মীরা।
এদিন উপস্থিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ ভট্টাচার্য বলেন, আমাদের দলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চলছে, তার বিরুদ্ধে রাজ্য জুড়ে ১৭৫ কিলোমিটার মানব বন্ধন কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল। তীব্র রোদ উপেক্ষা করেই মানুষ এই কর্মসূচীতে যোগ দিয়ে সমালোচকদের মুখে 'ঝামা ঘষে' দিয়েছে বলে তিনি দাবি করেন।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সঙ্গীতা মালিক বলেন, 'আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে' স্লোগানকে সামনে রেখে ও দিদিকে 'কৃতজ্ঞতা' জানিয়ে 'মানব বন্ধন' কর্মসূচীতে যোগ দিলাম। এদিন এই কর্মসূচীতে ৪ হাজার মহিলা অংশ নিয়েছিলেন বলে তিনি দাবি করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊