সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ বিধানসভার ডেপুটি স্পিকারের!
তোলপাড় মহারাষ্ট্র। সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ বিধানসভার ডেপুটি স্পিকারের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূলত প্রতিবাদ জানাতেই এই পথ বেছে নিয়েছিলেন। জানা গেছে ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা করে প্রতিবাদ জানাতে সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের।
সূত্র মারফত জানা গেছে, রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তপশীলি জাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা জানিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন। এরপরেই স্লোগান দিতে দিতেই তিন তলা থেকে ঝাঁপ দেন। তিনতলা থেকে ঝাঁপালেও নরহরি ঝিরওয়ালকে বাঁচিয়ে দিল মন্ত্রালয়ের নীচে বিছনো জাল। জালে আটকে প্রাণে বাঁচলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারকে উদ্ধার করে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন কেউ সেভাবে আহত হননি।
সচিবালয় থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা উদাহরণ দেখা দেওয়ায় ২০১৮-এ এই জাল লাগানো হয় সচিবালয়ে। সেই জালেই প্রাণে বাঁচেন ডেপুটি স্পিকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊