Latest News

6/recent/ticker-posts

Ad Code

LIC Mutual Fund: এলআইসির মিউচুয়াল ফান্ডে দারুণ সুবিধা, নিয়ে এলো Daily SIP

LIC Mutual Fund: এলআইসির মিউচুয়াল ফান্ডে দারুণ সুবিধা, নিয়ে এলো Daily SIP

LIC Mutual Fund: এলআইসির মিউচুয়াল ফান্ডে দারুণ সুবিধা, নিয়ে এলো Daily SIP


Sangbad Ekalavya Web Desk: অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে একটি অতিপরিচিত এবং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হলো LIC. সময়ের সাথে সাথে আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে অনেক নতুনত্ব নিয়ে এসেছে এই প্রতিষ্ঠান। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বর্তমান সময়ে জনপ্রিয় SIP । এবার এই SIP নিয়ে হাজির হলো LIC ।


সেবির পরামর্শের পরই বড় উদ্য়োগ নিল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। এবার থেকে মাত্র ১০০ টাকা দিয়ে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) করতে পারবেন এই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund)।


সাধারণ মানুষের জন্য এই প্রতিষ্ঠান এবার নিয়ে এল মিউচুয়াল ফান্ড। এখানে রোজ মাত্র ১০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। মধ্যবিত্তদের জন্য এই বিশেষ Daily SIP এর ব্যবস্থা করেছে এলআইসি (LIC)।


এখানে শুরু থেকে বিনিয়োগ করতে পারলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোজ ১০০ টাকা বিনিয়োগ করলে তার সময় রয়েছে ৬০ দিন। যদি ২০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে তার সময় রয়েছে ৩০ দিন। এমনকি ত্রৈমাসিক কিস্তিতে টাকা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। 


যাদের কম বয়স তারা অতি সহজে এখানে বিনিয়োগ করতে পারেন। ভালো সুদের হার থাকার ফলে এখানে প্রতি বিনিয়োগ কারী ভালো রিটার্ন পাবেন। নিজের টাকা যদি বিনিয়োগ করেন তাহলে রয়েছে এর গ্যারান্টি রিটার্ন।


দেশের বর্তমান জনসাধারণ যাতে সকলে এর সুবিধা নিতে পারে সেদিকে নজর রেখেছে এলআইসি (LIC)।



Disclaimer: বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। sangbadekalavya.in কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code