Sitai Maharaj: সিতাই মহারাজের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সিতাই:
সিতাইয়ে আক্রান্ত আশ্রমের অধ্যক্ষের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী, সঙ্গে তার পাঠানো সামগ্রী তুলে দিলেন মন্ত্রী উদয়ন গুহ।
বুধবার দুপুর ১২টা নাগাদ সিতাই সাল্টিবাড়ি গ্রামে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে যান রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সেখানে গিয়ে উক্ত আশ্রমের অধ্যক্ষ বিজ্ঞানানন্দ মহারাজের সঙ্গে দেখা করে মোবাইল ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলিয়ে দেন মন্ত্রী উদয়ন গুহ।
এদিন মুখ্যমন্ত্রী বিজ্ঞানানন্দ মহারাজের সঙ্গে কথা বলে তার পাশে থাকবার আশ্বাস দিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাঠানো বেশ কিছু সামগ্রী উক্ত আশ্রমের অধ্যক্ষের হাতে তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ।
প্রসঙ্গত গত ১৩ই অক্টোবর বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ উক্ত আশ্রমের অধ্যক্ষ কে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊