Bhai Phonta 2024 Date: ভাইফোঁটা ২০২৪ সঠিক সময় ও তারিখ
পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে অর্থাৎ কালীপুজোর দু’দিন পরে পালিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। এই পবিত্র দিনে বোনেরা তার দাদা বা ভাইয়ের কপালে শুভ্র চন্দন দিয়ে তাদের সুস্থ জীবন ও শতায়ু প্রার্থনা করেন। নানা ব্যাঞ্জন রান্না করে খাওয়ান। এই পবিত্র তিথি তাই বড় মধুর।
পুরাণে এই তিথির মাহাত্ম্য সম্বন্ধে বলা হয় - সূর্য দেবতার পুত্র যমকে ভাইফোঁটা দিয়েছিলেন সূর্য তনয়া যমুনা দেবী। পৌরাণিক আখ্যান অনুযায়ী সূর্য লোক ছেড়ে সূর্য পত্নী সংজ্ঞা দেবী ভূলোকে চলে আসেন। মাতাকে না পেয়ে সূর্য কন্যা যমী ভূলোকে আসেন। এখানেই তিনি যমুনা রূপে নদী হয়ে প্রবাহিত হন।
অপরদিকে মাতা ও ভগিনীকে হারিয়ে ধর্মরাজ যম অতিশয় শোকে মগ্ন হন। শোকে আকুল হয়ে স্ব ধর্ম ভুলে যেতে বসেন।এই পরিস্থিতিকে নিয়ন্ত্রন করেন মহামুনি নারদ। তিনি ভূলোকে এসে যমুনা দেবীকে তাঁর ভ্রাতার দুঃখ শোকের কথা বলেন, অপরদিকে নারদ মুনি যমুনাদেবীর কথা অনুযায়ী যমকে গিয়ে জানান, ভাতৃ দ্বিতীয়াতে স্বয়ং যমুনা দেবী ভাইফোঁটার অনুষ্ঠান করে আপনাকে ফোঁটা দেবেন। যমী প্রথম তাঁর ভ্রাতা যমকে ফোঁটা দিলেন। সেই থেকে ভূলোকে “ভাইফোঁটা” অনুষ্ঠান প্রচলিত হোলো। বলা হয় ভাইফোঁটা যমের প্রিয় অনুষ্ঠান। যম ও যমীর মধ্যে যে স্নেহ ভালোবাসা, মর্তের ভাই বোনেদের মধ্যে তেমন প্রীতি স্নেহ দেখে যম অতিশয় তুষ্ট হন। তিনি মানবকে কৃপা করেন। এই জন্য ভাইফোঁটার অনুষ্ঠানে বলা হয় – “যমের দুয়ারে পড়ে কাঁটা”।
পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত । সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন । আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবিজ । নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে । সেখানে বিজয়াদশমীর পর এটিই সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের আরও একটি নাম হল যমদ্বিতীয়া ।
Bhai Phonta 2024 Date and Time: ভাইফোঁটা ২০২৪ তারিখ, সময়
ভ্রাতৃ দ্বিতীয়া - ৩ নভেম্বর (১৭ কার্তিক), রবিবার।
প্রতিপদ থাকছে - ১ নভেম্বর (১৫ কার্তিক) সন্ধ্যা ৫/৮/৮ মিনিট থেকে ২ নভেম্বর (১৬ কার্তিক) রাত্রি ৬/৫৩/২৩ পর্যন্ত।
দ্বিতীয় শুরু - ২ নভেম্বর (১৬ কার্তিক) ২ নভেম্বর (১৬ কার্তিক) রাত্রি ৬/৫৩/ ২৪ মিনিট থেকে।
প্রতিপদ থাকছে - ১ নভেম্বর (১৫ কার্তিক) সন্ধ্যা ৫/৮/৮ মিনিট থেকে ২ নভেম্বর (১৬ কার্তিক) রাত্রি ৬/৫৩/২৩ পর্যন্ত।
দ্বিতীয় শুরু - ২ নভেম্বর (১৬ কার্তিক) ২ নভেম্বর (১৬ কার্তিক) রাত্রি ৬/৫৩/ ২৪ মিনিট থেকে।
দ্বিতীয়া শেষ - ৩ নভেম্বর (১৭ কার্তিক) রাত্রি ৮/১৫/১২ পর্যন্ত।
0 মন্তব্যসমূহ
thanks