বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।
মালদা:
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ফুলহার নদী তীরবর্তী এলাকা গুলোতে জলস্তর বৃদ্ধি হয় যার ফলে বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়েছে যার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসন ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। বুধবার দিন সেই সমস্ত এলাকাগুলো পরিদর্শনে আসেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।তিনি উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া, কাউয়াডোল, রশিদপুরসহ বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরন করে। এদিন পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন।
রাজ্যসভার সাংসদকে কাছে পেয়ে তাদের দুর্গতির কথা বলেন বন্যা দুর্গত অধিবাসীরা। তারা জানান প্রত্যেক বছর বন্যাতে তাদেরকে ডুবতে হয়। এর কি কোন সূরাহা নেই। এই কথা শুনে সাংসদ বন্যা কবলিত মানুষদের আশ্বস্ত করেন এবং তাদের এই কথা তিনি কেন্দ্রীয় স্তরে তুলে ধরবেন।
এছাড়াও এদিন বাংলার বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করেন। তিনি আরও জানান , এখানকার যে নদী গুলোকে সংস্কারণের প্রয়োজন রয়েছে কিন্তু তা সংস্কার করছেন না কেন্দ্র সরকার। সেই সংস্কারেণের সমস্যার জন্য আজকে এই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নদীর তীরবর্তী এলাকার মানুষদের। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর।ওনার নির্দেশেই সমস্ত বন্যা কবলিত এলাকায় পরিষেবা দিতে তৎপর রয়েছেন প্রশাসন।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের জন্য থাকার ব্যবস্থা ও খাওয়া-দাওয়া সহ সমস্ত রকমের সরকারির ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সবকিছুই শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সংসদ। এছাড়াও তিনি আজকে নদী তীরবর্তী এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊