'চিকেন নেক' শিলিগুড়িকে বিশেষ গুরুত্ব ! বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের সূচনা প্রধানমন্ত্রীর

Bagdogra Airport expansion launched by PM


বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বেনারস থেকে ভার্চুয়ালি কাজের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষ্যে এদিন শিলিগুড়ি কাওয়াখালির মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর, রাজু বিস্ট, জয়ন্ত রায়, শংকর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায়, দুর্গা মুর্মু, নিরজ জিম্বা, গৌতম দেব সহ আরও অনেকে।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘ভৌগলিক অবস্থানগত দিক থেকে চিকেন নেক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে চিন সীমান্ত ১৫০ কিলোমিটার দূরে। কাছেই রয়েছে বাংলাদেশ, ভুটান এবং নেপাল। এখানে বিমানবন্দরের সম্প্রসারণ হলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে।’

শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘রাজ্য প্রায় একশো একর জমি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সকলকে নিয়ে উন্নয়ন করতে।’

জমি দেওয়ার জন্য রাজ্যকে কৃতজ্ঞতা জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। রাজু বিস্ট বলেন, ‘বিমানবন্দরের সম্প্রসারণে এই এলাকার উন্নয়ন ঘটবে। এতে পর্যটন, শিল্প, বাণিজ্য নয়া দিশা পাবে। রাজ্য সরকার জমি দিলে কেন্দ্র আরও প্রকল্প গড়বে।’