Latest News

6/recent/ticker-posts

Ad Code

Anubrata Mondal: চড়াম-চড়াম নয়, বিজয়া সম্মিলনীতে অহিংসার বার্তা নেতা-কর্মীদের

Anubrata Mondal: চড়াম-চড়াম নয়, বিজয়া সম্মিলনীতে অহিংসার বার্তা নেতা-কর্মীদের

Anubrata Mondal: চড়াম-চড়াম নয়, বিজয়া সম্মিলনীতে অহিংসার বার্তা নেতা-কর্মীদের



পাল্টে গেছেন অনুব্রত ! মুখে নেই গুরবাতাসা বা চড়াম চড়াম শব্দ। বিজয়া সম্মিলনীতে অহিংসার বার্তা তার মুখে।

'আমি নেতা নই, আপনাদের মতো একজন কর্মী। আমরা কেউ নেতা সাজব না। আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী হয়ে মানুষের পাশে থাকব।' বৃহস্পতিবার বীরভূমের মুরারইয়ের দুটি ব্লকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।


দীর্ঘ ২ বছর বেশি সময় ধরে জেলবন্দি দশা থেকে মুক্তি পেয়ে প্রথম প্রকাশ্য জনসভায় উপস্থিত হয়েছিলেন গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট। নিজের গড়ে ফিরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো এদিন মুরারই ১ নম্বর ব্লকের পশুহাটে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান সারলেন অনুব্রত মণ্ডল। বিকেলে মুরারই ২ নম্বর ব্লকের হিয়াতনগরে দ্বিতীয় সভা করেন।


তবে এদিন মুরারই ১ নম্বর ব্লকের সভাস্থলে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) পৌঁছাতেই সভায় উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। দুই গোষ্ঠীর মধ্যে চলে কিল, চর, ঘুসি। অনুব্রত মণ্ডল সভাস্থল ছেড়ে যেতেই ফের দুই গোষ্ঠীর মধ্যে বাঁশ নিয়ে মারপিট শুরু হয়। ঘটনায় উভয় গোষ্ঠীর তিন জন রক্তাক্ত হন।


তবে প্রথম সভা থেকে এদিন দেখা গেল এক অন্য অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। চড়াম চড়াম ঢাক, নকুল দানা, গুড়বাতাসা, পাঁচনের দাওয়াই দেওয়ার কথা শোনা গেল না অনুব্রতর গলায়। হুঙ্কারের বদলে দলীয় কর্মীদের অশান্তি না করার বার্তা দিলেন তিনি। তাঁর অবর্তমানে নির্বাচনে জয়ের বিষয়ে নিচুতলার কর্মীদের প্রশংসা করলেন বারংবার। ২ বছর পর প্রথম সভায় বহু পরিবর্তন লক্ষ্য করা গেল অনুব্রত মণ্ডলের শারীরিক ভঙ্গি ও বক্তব্য থেকে।


কর্মীদের শান্তির বার্তার পাশাপাশি নিজেও সকলকে নিয়ে চলার শপথ নিলেন। অনুব্রত (Anubrata Mondal) বললেন, “সকলে মিলে দল করলে দল আরও বৃদ্ধি পাবে। উন্নয়ন বেশি হবে, মানুষের ভাল করতে হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও জয়ধ্বনি দিতে শোনা গেল অনুব্রতকে। অনুব্রত বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাল বক্তা। তাঁর বক্তব্য শুনবেন। খুব সুন্দর করে বক্তব্য রাখেন অভিষেক”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code