Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB ICDS Recruitment 2024: অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু বিষয়

AWWs & AWHs’ written Exam 2024: অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু বিষয়

AWWs & AWHs’ written Exam 2024
photo: social media



জেলায় জেলায় শুরু হয়েছে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগ প্রক্রিয়া। আগামী ৭ এবং ৮ সেপ্টেম্বর, শনি ও রবিবার কোচবিহার জেলায় শুরু হতে চলেছে লিখিত পরীক্ষা। পরীক্ষার আগে জেনেনিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

কোচবিহার জেলায় আগামী ৭ তারিখ Anganwadi Helper পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৮ সেপ্টেম্বর Anganwadi Worker পদের পরীক্ষা। ইতিমধ্যে E-admit Card ডাওনলোড করা শুরু হয়েছে। যারা এখনো E-admit Card ডাওনলোড করেননি তারা নীচের E-admit Card Download লেখায় ক্লিক করে ডাওনলোড করে নিতে পারেন।


পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ শুরু হবে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে । সকাল ১০ টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী শুধু মাত্র Admit Card, ID প্রুফ এবং কলম নিয়ে প্রবেশ করতে পারবেন।

পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায়।

১২ টা ৫৫ মিনিটে একটি সতর্কীকরণ বেল বাজানো হবে।

১ টায় পরিক্ষা শেষ হবে।

পরীক্ষা শেষে প্রশ্নপত্র জমা করে পরীক্ষার্থীকে পরিক্ষাকেন্দ্র ছাড়তে হবে।

মোট ৫ টি সিরিজে প্রশ্নপত্র করা হবে।

প্রশ্নপত্রেই উত্তর (Question cum Answer Booklet) দিতে হবে। কোন কার্বন কপি থাকবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code