তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর আর্থিক অনুদান বর্জন করল শিলিগুড়ির আহ্বান পূজা কমিটি



শিলিগুড়ি : আর জি করের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে অরাজনৈতিক মহল। প্রতিনিয়তই প্রতিবাদের ঝড় সর্বত্র। এরই মাঝে শারদ উৎসবের আগমন। ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতিও। সব দিক থেকেই প্রস্তুত যেমন পুজো উদ্যোক্তারা ঠিক তেমনি প্রস্তুত রাজ্য সরকারও। প্রত্যেকবারের মতো হয়ে গিয়েছে পুজোর আর্থিক অনুদান ঘোষণা।

তবে শহর শিলিগুড়িতে এবার সেই আর্থিক অনুদানই বর্জন করল একটি মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটি। ইতিমধ্যেই আর জি করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বেশ কিছু ক্লাব এবং পূজা উদ্যোক্তারা রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার সেই পথেই হাঁটলো শহর শিলিগুড়ির একটি পুজো কমিটি। বৃহস্পতিবার শিলিগুড়ি হাকিম পাড়ার অতুলপ্রসাদ সরণীর "আহ্বান" পুজো কমিটি, যেটি মূলত মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটি। তাদের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এবার তারা রাজ্য সরকারের দেওয়া পূজোর আর্থিক অনুদান গ্রহণ করবেন না। সেই রূপে ইতিমধ্যেই তাদের তরফে কমিশনারকে সে কথা লিখিত আকারে জানিয়েও দেওয়া হয়েছে। তাদের তরফে মূলত আরজিকরের ঘটনাকে কেন্দ্র করেই তাদের এই সিদ্ধান্ত বলে জানা যায়।

এদিন মহিলা দ্বারা পরিচালিত "আহ্বান" পুজো কমিটির সেক্রেটারি মিলি ভৌমিক জানান, সদ্য ঘটে যাওয়া আরজিকরের ঘটনায় এখনো বিচার অধরা। তাই অবিলম্বে তিলোত্তমার বিচারের দাবিতে তাদের এই পূজোর আর্থিক অনুদান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাদের আর্থিক অনুদান প্রয়োজন নেই বরং অতিসত্বর বিচারের প্রয়োজন।