আবারো জল ছেড়েছে মাইথন

আবারো জল ছেড়েছে মাইথন


পুনরায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জলছাড়া অব‍্যাহত রয়েছে।এদিন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান ৩০ হাজার কিউসেক বলে জানা গেছে।

অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান ২০ হাজার কিউসেক করা হয়েছে। দুটি জলাধার থেকে মোট ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।




তবে ক্রমাগত জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত‍্যকার রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তিনদিন বাংলা ঝাড়খন্ড সীমানার বর্ডার সিল করার নির্দেশ দেন। মুখমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক কুলটি থানার অন্তর্গত ডুবুর্ডি চেকপোষ্টের বাংলা ঝাড়খন্ড সীমানা সিল করে পুলিশ। যদিও ২৪ ঘন্টার মধ্যে পুনরায় সীমানা খুলে দেওয়া হয়।