দক্ষিনের বন্যায় ফুলের দাম বেড়েছে উত্তরে

flower



জলপাইগুড়ির বাজারে ফুলের দাম আকশছোয়া। যে ফুলের দাম ছিলো ১০-১৫ টাকা এখন তা ২৫-৩০ টাকা। কিন্তু হঠাৎ এমন কেন?

ব্যবসায়ীদের কথায়,দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। কার্যত বন্যা পরিস্থিতিতে নাকাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। যার জেরে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সবজি ব্যবসায়ী থেকে শুরু করে ফুল ব্যবসায়ী সকলকেই।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নানা ফুল আসে উত্তরবঙ্গে। এই সময় গাঁদা ফুলের চাহিদা থাকে বেশ ভালো। কিন্তু জলের তলায় বেশিরভাগ জমি চলে যাওয়ায় প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে ফুল। দক্ষিণবঙ্গ থেকে আমদানি ও নেই সেভাবে। তাই উত্তরবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে ফুলের দাম।

প্রতি গাঁদা ফুলের চেনের দাম যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। কবে আবহাওয়ার পরিস্থিতি খানিক বদলাবে সেদিকেই তাকিয়ে রয়েছে উত্তরের ফুল ব্যবসায়ীরা।