আকর্ষণীয় থিমে সাজবে এবার দিনহাটার পূজা মন্ডপগুলি, জেনেনিন কোথায় কোন থিম
তপন বর্মন, দিনহাটাঃ
বাঙালির প্রিয় উৎসব মানেই দুর্গা উৎসব। উৎসব মুখর বাঙালির প্রাণের উৎসব হল এই দুর্গোৎসব। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মিলিত হন এই মেলায়। মেলা হয়ে ওঠে আনন্দের তীর্থ স্থান। কোচবিহার জেলার দিনহাটা শহরের দুর্গা পূজা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। দিনহাটা শহরের প্রায় প্রতিটি ক্লাবে এবারে থাকছে বিগ বাজেটের পূজা। বিভিন্ন থিমের সমারোহ লক্ষ্য করা গেল পূজা মন্ডপ গুলিতে। কী রয়েছে গোটা দিনহাটা শহরের পূজা প্যান্ডেল গুলিতে, পূজার প্রস্তুতি কেমন চলছে ? খারাপ আবহাওয়ায় কোন পরিস্থিতিতে রয়েছে প্যান্ডেল বানানোর কাজ ?
![]() |
কিশোর সংঘের এবারের থিম 'তন্ত্র শক্তি' |
দিনহাটা গোসানী রোড কিশোর সংঘের এবারের থিম 'তন্ত্র শক্তি'। প্রায় ২৫ লক্ষ টাকার বাজেটে তাদের এই পূজা প্যান্ডেল। এবারে তাদের পূজা ৫৭ বছরে পদার্পন করল। মেদিনীপুরের শিল্পীরা তৈরি করছেন এই পূজা প্যান্ডেল। বিশেষত সভ্যতার আদি লগ্নে যখন ডাক্তার ছিলনা, তন্ত্র শক্তি মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন ছিল তারই একটা যেমন বার্তা সেই সাথে দূর্গা মাকে তন্ত্র শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই পূজা মন্ডপে।
গোপালনগর দক্ষিণাংশ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপের এবারের মূল সুর ইট কাঠ পাথরে আর নয় আসুন ঘুরে দিখি আমাদের পাশে থাকা আদিবাসি ভাই বোনের দুর্গা পূজা। এবারে তাদের থিম " আদিবাসী বস্তির দুর্গা পূজা "। সম্পূর্ণ পূজা মন্ডপ সজ্জিত হয়েছে গাছের লতা পাতা ফল পাট দিয়ে তৈরি নানান জিনিস দিয়ে। নবদ্বীপের শিল্পীরা তৈরি করছেন এই পূজা মন্ডপ।
দিনহাটার ঐতিহ্যবাহী পূজা গুলির মধ্যে উল্লেখযোগ্য বোর্ডিংপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা পূজা প্যান্ডেল। এবারে তাদের পূজার থিম "উত্তপ্ত ভূলোক"। বিশ্ব উষ্ণায়নে বিপদ আসন্ন। বিশ্ব জুড়ে বিজ্ঞানের আস্ফালনে প্রকৃতি আজ রুষ্ট। প্রকৃতির সবুজ স্নিগ্ধতাকে ধ্বংস করে তৈরি হচ্ছে অট্টালিকা ।
![]() |
বোর্ডিংপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি |
দিনহাটার অন্যতম সেরা পূজা মন্ডপ মদনমোহন বাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ। এবারে এই পূজা ১২৫ তম বর্ষে পদার্পন করল। জোর কদমে এখানেও চলছে মন্ডপ সজ্জার কাজ। প্রাকৃতিক দুর্যোগ থাকলেও নিরলস পরিশ্রম করে মন্ডপ সজ্জা কাজ চালিয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের শিল্পীরা । এবারে তাদের থিম " ইঁদুর দৌড়ে সামিল হলে , নষ্ট জীবন ফলাফলে। " পূজা প্যান্ডেলের পাশাপাশি দুর্গা প্রতিমাও এখানে আকর্ষণীয় করে তোলা হবে জানান কমিটির সদস্যরা।
দিনহাটার বিগ বাজেটের পূজা গুলির মধ্যে অন্যতম দিনহাটা বলরামপুর রোড স্বাধীন ক্লাবের সর্বজনীন দুর্গাপূজা। বিগত বছরের মতন এবারের চমক রয়েছে তাদের পূজা মন্ডপে। বেশ আকর্ষণীয় করে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি। এবারে তাদের থিম "অর্ধ আকাশে আর্তনাদ । " বর্তমানে পুরুষ শাষিত সমাজে নারীরা কীভাবে লাঞ্ছিত হতে, অত্যাচারিত হচ্ছে তারই একটা প্রতিফলন ফুটে উঠবে এই পূজা প্যান্ডেলে। মন্ডপের দেয়ালে শোভা পাবে নারী অধিকারের আর্তনাদ। সম্পূর্ণ অভিনব ভাবে তৈরি হচ্ছে এই পূজা মন্ডপ।এবারে এই পূজা ৭০ বছরে পদার্পণ করল।
দিনহাটার আর একটি উল্লেখযোগ্য পূজা মন্ডপ বলরামপুর চড়ক মাঠ দুর্গা পূজা কমিটির দুর্গা পূজা মন্ডপ। এখানকার থিম " সত্যম শিবম সুন্দরম্। " ৭৯ তম বর্ষের এই পূজামন্ডপের সামনে শোভা পাবে বিশালাকার শিবলিঙ্গ।
দিনহাটা ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিটের পূজা মন্ডপেও কাজ চলছে জোর কদমে। এখান কার থিম 'ভক্তিতেই মুক্তি'। এবারে তাদের পূজা ৪৫ তম বর্ষে পদার্পণ করল।
![]() |
দিনহাটা স্টেশন পাড়া মুক্তধারা ক্লাব |
![]() |
দিনহাটা শহীদ কর্ণার |
![]() |
সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা |
পরিশেষে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান দিনহাটা এবারের দুর্গা মেলায় কোচবিহার জেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলিকে যে টেক্কা দেবে তা বলার অপেক্ষা থাকে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊