টি টোয়েন্টি মেজাজে গাঁজা গাছ কাটার অভিযানে সাহেবগঞ্জ থানার পুলিশ, দেখুন ভিডিও

গাঁজা



দিনহাটা:

বুড়িরহাট পশ্চিম ভূলকি গ্রামে অবৈধ গাঁজা গাছ কাটলো সাহেবগঞ্জ থানার পুলিশ। রবিবার বিকেল ৩:১৫ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয় যে এদিন প্রায় ১০ বিঘা জমিতে লাগানো অবৈধ গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়।

আরোও জানা যায় রবিবার দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অবৈধ গাঁজা গাছ কাটা অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ।

উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মানিক বর্মন সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয় যে আগামীদিনেও এই অভিযান অব্যাহত থাকবে।