২৩ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ৩৬ বছর বয়সী কাকিমা

পরকীয়া



২৩ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ৩৬ বছর বয়সী কাকিমা। পাঁচ বছরের শিশু ও স্বামীকে রেখে বিবাহিত ভাস্তাকে নিয়ে পগার পা কাকিমা।একবার, দুইবার, তিনবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা বলেই অভিযোগ পরিবারের। ফের সামনে এলো ধুপগুড়িতে পরকীয়ার প্রেম। লোকে বলে প্রেম নাকি অন্ধ, তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ? বয়সের ফারাক টাও কি পড়েনা চোখে তাদের? একদিকে সামাজিক মতে জেঠিমা,কাকিমা মায়ের মতই হয়, অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা। তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম? এভাবেই অসামাজিক দৃষ্টিকটু এই পরকীয়া প্রেমে ভেঙ্গে যাচ্ছে সমাজ ব্যবস্থা।



এবার এরকমই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারী এলাকায়। পরিবারের অভিযোগ এর আগেও একাধিক বার সেই কাকিমা অর্থাৎ মনোরা খাতুন বিয়ে করেছিলেন। তবে টেকেনি তার সংসার। অভিযোগ বর্তমান স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকেও বিয়ে করেন ওই মহিলা। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার গ্যাংটকে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। অন্যদিকে তাদের বাড়ির পাশেই ওই একই মহিলার সাথে ফোনে ফোনে অবৈধ পরকীয়া প্রেমে মজে যায় ভাস্তা। এভাবেই দীর্ঘদিন ধরেই চলে তাদের পরকীয়া প্রেম। পরে পরকীয়া প্রেমিকার সাথে ভাস্তার একটি ছবি সামাজিক মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপারটি সকলের সামনে আসে। এরপরে ভাস্তা এবং কাকিমা পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পালিয়েও যায়। কিন্তু পরবর্তীতে প্রশাসন ও গ্রামবাসীরা মিলে বিচার সালিশ করেন। পরে পরকীয়া প্রেমিকা তার বাবার বাড়িতে থাকতে শুরু করে। এইদিকে প্রেমিক ভাস্তা বাড়িতে এসে নতুন করে বিয়ের দাবি করেন। 


এদিকে পরিবারের সদস্যরা খুশি হয়ে নতুন পাত্রী খুঁজে তাকে বিয়েও দেন তারই পছন্দে। কিন্তু সেই সংসার টিকলো না আর বেশি দিন। মাস কয়েক পরেই বউকে বাপের বাড়িতে রেখে এসে ফের কাকিমাকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক ভাস্তা । ঘটনা জানাজানি হতেই স্বামী তাঁর স্ত্রীকে ফোন মারফত পরিবারকে চাপ দেন বলেও অভিযোগ পরিবারের। যদিও এই ব্যাপারে ডাউকিমারী পুলিশ ফাঁড়িতে একটি লিখিত জমা হয়েছে বলে খবর। 

*** ঘটনায় জড়িতদের সম্মানের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি।