bank holiday: পুজোর মাসে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক ! দেখেনিন কবে কবে
আগমনীর সুর বাজলো বলে। মাতৃবন্দনায় মেতে উঠবে রাজ্য। মা দুর্গার আরাধনা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সব কাজের থেকে ছুটি নিয়ে পূজার কয়দিন সকলে আনন্দে মেতে ওঠে। তবে অক্টোবরে শুধু পূজার কয়দিন নয় মোট ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। আসুন জেনে নেই কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আরবিআইয়ের ছুটির তালিকা বলছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে অক্টোবর মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে যেমন রয়েছে উৎসব ও জাতীয় ছুটির দিনগুলি, তেমনই আছে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার। উৎসবের ক্ষেত্রে অবশ্যই রাজ্যভেদে ছুটিতে তারতম্য রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের সম্পূর্ণ তালিকা:
১ অক্টোবর- জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২ অক্টোবর- গান্ধী জয়ন্তী ও মহালয়া
৩ অক্টোবর- নবরাত্র স্থাপনা (রাজস্থান)
৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি
১০ অক্টোবর- দুর্গাপুজো, দশেরা
১১ অক্টোবর- অষ্টমী/ নবমী
১২ অক্টোবর- দশেরা/ বিজয়া দশমী
১৩ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
১৪ অক্টোবর- দুর্গাপুজো (সিকিম)
১৬ অক্টোবর- লক্ষ্মী পুজো (পশ্চিমবঙ্গ)
১৭ অক্টোবর- মহর্ষী বাল্মীকী জয়ন্তী (কর্ণাটক, অসম, হিমাচল)
২০ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
২৬ অক্টোবর- ফোর্থ স্যাটার ডে
২৭ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
৩১ অক্টোবর- দিওয়ালি ও কালীপুজো
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊