পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০৪ তম জন্মদিন স্মরণে এক বর্ণাঢ্য অনুষ্ঠান
সুরশ্রী রায় চৌধুরী, কলকাতা:
২৫ সে সেপ্টেম্বর কলকাতার মহাবোধি সোসাইটি হলে অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাব নিবেদিত, স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের সহযোগিতায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০৪ তম জন্মদিন স্মরণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পঞ্চম পুরুষের উত্তরসূরি কবি ও সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড ও দেজ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু শেখর দে এবং রিপোর্টার্স এসোসিয়েশন এর পক্ষে সরোজ চক্রবর্তী ও নজরুল গবেষিকা ডঃ দীপা দাস সহ গুনি ব্যক্তিরা।
আজকের এই অনুষ্ঠানে সম্মানিত করা হলো অর্চিতা সেন বেঙ্গল মডেলিং বিজয়িনী উদিতা সেন কবি ও সাহিত্যিক, চন্দ্রা মহলানবিশ শিক্ষাবিদ ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী, দীপান্বিতা সেন শিক্ষিকা, সাহিত্যিক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী, ডঃ সুকেশ কুমার মন্ডল ভারত বাংলা দেশ মৈত্র স্বীকৃত সাহিত্যিক ও শিক্ষাবিদ।
পাম্পি সাহা বাচিক শিল্পী, কাপ্তান নূর কথা সাহিত্যিক( বাংলাদেশ), ব্রততী চক্রবর্তী বিশিষ্ট বাচিক শিল্পী, ডঃ কিংশুক চক্রবর্তী শিক্ষাবিদ, শিক্ষারত্ন, ডঃ আশুতোষ দত্ত বিজ্ঞান গবেষক,অধ্যাপক সঙ্গীত ভারতী, ডঃ দীপশ্রী পাল শিক্ষিকা,গীতিকার, সুরকার,সঙ্গীত শিল্পী ( টেলিভিশন, চলচিত্র), ডাঃ নীল সেনগুপ্ত মনবিজ্ঞানী চিকিৎসক, সাহিত্যিক, চিত্রশিল্পী ত্রিপর্ণা চট্টোপাধ্যায়, শিক্ষিকা ও সমাজ সেবী। এনাদের সবার হাতে স্মারক, মানপত্র, পুস্প স্তবক তুলে দেওয়া হয়।
কবি ও সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায় বলেন পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বাংলা নব জাগরণের পথিকৃৎ। ঐকান্তিক উদোগে নাড়ি শিক্ষার বীজ বপন করেছিলেন। কিন্তু আজ বাংলা সমাজে পিছিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনা আমাদের বিচলিত করেছে আজ এই শুভ দিনে আমরা শপথ নিই যাতে আমাদের সমাজ কে কুলষিত করতে পারি।
বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড ও দেজ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু শেখর দে বলেন- 'বই কে সঙ্গে নিয়ে পথ চলুন জীবনের পথ চলা সহজ হয়ে যাবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊