ধর্মশালায় আশ্রয় নেওয়া বিহারের তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ

dharmashala
পুলিশি হেফাজতে বিহারের তিন দুষ্কৃতি



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকরের এক ধর্মশালায় আশ্রয় নেওয়া বিহারের তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। এই তিনজন বিহারের আদালতে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বলে পুলিশ গোপন সূত্রে জানতে পারে।

এদের গ্রেফতার করার পরেই বিহার পুলিশকে জানানো হয় বলে খবর। ধৃত তিনজন বিহারের বক্সারের বাসিন্দা বলে জানা যায়। ধৃত তিনজনের নাম সিরাজ সিদ্দিকী,মেহেদী হাসান এবং ইদানী খান ওরফে তকির খান।

জানা যায় ২৪ জুলাই আরএলজেপি নেতা আনোয়ার আলী খান হত্যার প্রধান অভিযুক্ত ফতু খানকে নিয়ে এক কনস্টেবল শেরঘাঁটি আদালত থেকে বের হচ্ছিলেন।সেই সময় তাদের উপর গুলি চালানো হয়। এই ঘটনায় জড়িত পাঁচজনকে বিহার পুলিশ শনাক্ত করে। তাদের মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করে। তবে এই ঘটনায় জড়িত তিনজন পালিয়ে যায়।

গুলি চালানোর ফলে ফতু খান এবং এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। ৩১ আগস্ট বরাকর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বরাকরের এক ধর্মশালায় অভিযান চালিয়ে এই তিনজনকে ধরে ফেলে।

গতকাল আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন নাকচ করে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।