সাগরদিঘিতে অন্যরকম দৃশ্য, গ্রামের মোরে মোরে মানুষের হাতে চারাগাছ তুলে দিচ্ছেন এক যুবক
বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল, মেহেগিনি, লেবু, বকুল ও পিয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এই বর্ষায় চারাগাছ রোপনের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসুচি। তাছাড়া সাগরদিঘির যেকোনো অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস।
এখনো পর্যন্ত তিনি ষোলো হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপন করে চলেছেন। প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলছেন " সুস্থ পরিবেশ গড়তে আমাদের এই প্রচেষ্টা। এই বর্ষায় পাঁচ হাজার মানুষের হাতে চারাগাছ রোপনের জন্যে তুলে দিবো। তাছাড়া প্রতিটি গ্রামে গ্রামে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।"
সাগরদিঘির জগদল মদিনা মসজিদের ইমাম আলী আক্তারের হাতেও তুলে দেওয়া হয় বেশ কয়েকটি চারাগাছ। তিনি সবুজপ্রেমী সঞ্জীব দাসের প্রশংসায় পঞ্চমুখ, সঞ্জীবের উদ্দেশ্যে তিনি বলেন "সে খুবই একজন ভদ্র ছেলে, তার আচার ব্যবহারেই একজন সমাজসেবীর প্রতিচ্ছবি ফুটে ওঠে, এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাকে সবসময় মানুষের পাশে দেখতে পাওয়া যায়। তিনি বলেন সংস্থার পক্ষ থেকে তিনি যতগুলি চারাগাছ পেয়েছেন সবগুলি তিনি সেখানে রোপন করবেন এবং গাছগুলি খুব যত্ন সহকারে বড় করে তুলবেন বলে আশ্বাস দেন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊