কোচবিহার শিলিগুড়ি গামী বাস থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার ২


police, public


মাথাভাঙ্গা:

কোচবিহারের মাথাভাঙ্গায় আবারো কোচবিহার শিলিগুড়ি গামী বাস থেকে গাঁজা উদ্ধার করল মাথাভাঙ্গা থানার পুলিশ, একইসাথে দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে ।

জানা যায় নদীয়ার নবদ্বীপ থেকে কোচবিহারের ১ নং ব্লকের গাঁজার রাজধানী আক্রারহাট এলাকায় রাত্রি যাপন করে পরবর্তীতে গাজা নিয়ে শিলিগুড়ির গামী একটি বাসে চাপে ওই দুই ব্যক্তি। সেই সময় মাথাভাঙ্গা নাকা চেক পয়েন্টে তল্লাশি চালালে দুই ব্যাগ গাঁজা সহ দুই ব্যক্তি কে গ্রেফতার করে পুলিশ।

পুলিস সূত্রে খবর, প্রতিদিনের মতো মাথাভাঙ্গা পঞ্চানন মোড় এলাকায় চেকপোস্ট এ যাত্রি বোঝাই বাস এর যাত্রীদের ব্যাগ চেক করতেই উদ্ধার দুই ব্যাগ গাঁজা। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ১০ কেজিরও একটু বেশি।

তবে প্রশ্নের বিষয়, পাচারকারীরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো এই গাঁজা? সেই বিষয়ে দুই জনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।