'গোলাপী আকাশ', শাড়িতে নজর কাড়লেন মধুমিতা
মধুমিতা সরকার, ছোটোপর্দায় নজরকাড়া পারফরম্যান্স দিয়েই লাইম লাইটে এসেছেন। মন কেড়েছেন দর্শকদের। একে একে মধুমিতার ফ্যান ফলোয়ার বেড়েছে প্রচুর। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ থাকেন তিনি।
এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের শাড়ি পড়া কিছু ছবি শেয়ার করেছেন। যাতে বাঙালী কন্যার ঝলসে পড়া রুপ ধরা পড়েছে।
গোলাপী রঙের শাড়িতে একাধিক স্টাইলে ছবি তুলেছেন তিনি। ছবি গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন 'Sky is Pink'।
ইদানিং টলিউড ছাড়িয়ে বলিউডে পা রেখেছেন মধুমিতা এমনটাই খবর। তবে অভিনয় জগতে ওঠা পড়ার মধ্য দিয়ে চললেও সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁর পোস্টের দিকে তাঁকিয়ে থাকে।
বোঝে না সে বোঝে না সিরিয়ালে নজর কাড়েন মধুমিতা।
0 মন্তব্যসমূহ
thanks