বাংলাদেশের ইলিশ নিয়ে চিন্তায় এদেশের মাছ ব্যবসায়ীরা !

hilsha



জ্বলছে পড়শী দেশ! তার প্রভাব কি এবার পড়তে চলেছে বাঙালীর পাতে? বাজারে দেখা দিচ্ছে সংশয়! টান ধরতে চলেছে পদ্মার ইলিশের। আর এতেই চিন্তায় মাথায় হাত ভারতের বাংলার বাজারে মাছ ব্যবসায়ীদের একাংশের। এদিন জলপাইগুড়ির বাজারে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মিলল এমনই হতাশার ছবি।


চলছে বর্ষার মরশুম। এই সময় বাজারে মাছে ভাতে বাঙালীর বেজায় চাহিদা থাকে বাংলাদেশের পদ্মার ইলিশের। এই সময় এদেশের বঙ্গের মাছ ব্যবসায়ীদেরও ভালই লাভ হয়, ব্যবসা ভাল হয়। কিন্তু, এখন প্রধানমন্ত্রী বিহীন বাংলাদেশে চলছে অরাজকতা। গতকাল বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনূস। দীর্ঘ অস্থিরতার পর অবশেষে গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফেরেন আর রাতেই অশান্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিলেন।


ইতিমধ্যে মধ্যে ভারতে যাতে বাংলাদেশের হিংসাত্মক যুদ্ধের আঁচ না পরে তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দু'দেশের পণ্যের আমদানি রপ্তানি। বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পণ্যবাহী লরির চালক থেকে শুরু করে খালাসীদের ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি ভারত থেকে বাংলাদেশগামী সারি সারি পণ্যবাহী লরি আটকে রয়েছে সীমান্ত এলাকায়।


বাংলাদেশ থেকে আমদানি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে বলেই সূত্রের খবর। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনা জওয়ানদের। ভারতে শান্তি বজায় রাখতে সর্বক্ষণ চলছে সেনাদের কড়া নজরদারি। আর এখানেই জাগছে শঙ্কা! বন্ধ স্থলবন্দর থেকে শুরু করে জলবন্দর.. সমস্ত যাতায়াতের পথ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতের বাজারে বাংলাদেশের পদ্মার রূপালী ইলিশের জোগান।


এবার বাঙালির পাতে সুস্বাদু রূপালী ইলিশ আপাতত পড়বে না বলেই মনে করছে এই দেশের মাছ ব্যবসায়ীদের একাংশ। তাই বাজারে মাছ ব্যবসায়ীদের একাংশের গলায় উঠে আসছে বিষাদের সুর। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শান্তি ফিরে আসবে পড়শী দেশে এখন তারই অপেক্ষা!