R G Kar : আর জি কর কান্ডে আটক ১

r g kar
R G Kar



R G Kar : আর জি কর কান্ডে আটক ১। শুক্রবার সকালে আরজি কর (R G Kar) মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ওই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর, একজনকে আটক করা হয়েছে বলে জানাগেছে।

আরজিকরে (R G Kar) দ্বিতীয় বর্ষের মহিলা ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যর দানা বেঁধেছে। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ধর্ষন করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন পরিবারের লোকজন।

জানা গিয়েছে, ঘটনায় অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুক্রবার রাতেই আটক করা হয়েছে একজনকে। সূত্রের খবর, আটক যুবক বহিরাগত। লালবাজার সূত্রের খবর, হাসপাতালের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা মনে করছেন, ঘটনার দিনে ওই যুবক সেমিনার হলে ছিলেন। তবে ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। বহিরাগত কেউ কী করে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ল, প্রশ্ন উঠছে তা নিয়ে। নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক পড়ুয়ারা।

প্রসঙ্গত চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তারি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ডিপার্টমেন্টের সেমিনার রুম থেকেই। শুক্রবার সকালএগারোটা নাগাদ মহিলা ডাক্তারি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। শুক্রবার রাতেই ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। তাতে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে, এমন ইঙ্গিতই মিলেছে।

জানাগিয়েছে, তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা। তাই প্রাথমিক অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। শরীরের মোট দশ জায়গায় ক্ষত পাওয়া গিয়েছে। যৌনাঙ্গেও ক্ষত পাওয়া গিয়েছে বলে খবর সূত্রের।