Solar Ring: সূর্যের বলয় আসলে কি? জানেন কি, জেনে নিন বিস্তারিত

Ring of Sun


আজকের আকাশে দেখা গেল চমৎকার এক আলোর বর্ণালী। যা ঘিরে আছে সূর্যকে। সূর্যের তেজের কারণে সূর্যের দিকে তাকানো দুষ্কর কিন্তু তা সত্ত্বেও এই বিরল দৃশ্য দেখতে কে না চাইবে। ঘটনাটির নাম আলোর বিচ্ছুরণ। আমরা জানি সূর্যের সাদা আলো আসলে সাতটি মৌলিক বর্ণের সমষ্টি। সংক্ষেপে যা বেনীআসহকলা । বেগুনী, নীল, আকাশী, সবুজ, হলুদ ,কমলা , লাল এই সাতটি শব্দের আদ্যাক্ষর মিলে তৈরি এই বেনীআসহকলা।

আদতে সূর্যের এই বলয় মেঘের খেলা। সূর্যের আলো মেঘের জলকনার মধ্যে দিয়ে যাবার সময় ভেঙে পৃথক হয়ে যায় তার সাতটি বর্ণ ধারণ করে আর তাই আমরা দেখি যাকে বলি বর্ণালী। এটি একটি অশুদ্ধ বর্ণালী তাই আলাদা করে বোঝা যাচ্ছে না।

সাধারনত রামধনুর আকারে দেখতে পাওয়া বর্ণালী আজ দৃশ্যমান বৃত্তাকারে। যা কিন্তু সচরাচর দেখা যায় না। এই দৃশ্য দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি আর তারপরেই অতি আগ্রহে বিভিন্ন জায়গায় এই দৃশ্য দেখতে দেখা গেল মানুষকে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলে বাতাসের গতি খুব কম থাকলে বরফের কণা একটি নির্দিষ্ট রূপে সজ্জিত হয়। এর ওপর সূর্যের আলো পড়লে প্রতিসরণ ঘটে। তখন সূর্যের আলো সাতটি রঙে ভেঙে যায়। চারপাশে রামধনূর মতো বলয় তৈরি হয়। বরফের ক্রিস্টালের ওপর সূর্যের আলো পড়ে সাতটি রঙে ভেঙে গিয়ে এই বলয় তৈরি হয়। আলোকিত এই বলয়ের নাম সৌরবলয় বা সোলার হালো।

প্রসঙ্গত, ২০১৬ সালে একই দৃশ্য দেখা গিয়েছিলো। সেদিনও সূর্য বলয় দেখতে মানুষের উৎসাহ ছিলো চোখে পড়বার মতন।