অস্ত্র কারবারে ধৃতদের ৭ দিনের পুলিশী হেফাজত

birbhum


অস্ত্র কারবারের সাথে যুক্ত খয়রাশোল থানার পুরশুণ্ডা গ্রামের সেখ আলি হোসেনকে গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবার অস্ত্র কারবারের মূল চক্রীকে গ্রেফতার করে খয়রাশোল থানার পুলিশ। ধৃতের নাম সেখ জাফির, বাড়ি লোকপুর থানার ডেমুরটিটা গ্রামে। আজ তাঁদের দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে খয়রাশোল থানার পুলিশের পক্ষ থেকে ১২ দিনের পুলিশী হেফাজত চাওয়া হয়েছিল। কিন্তু দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে দুইজনকেই ৭ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে। 


পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার খয়রাশোল থানার পুলিশ পাঁচড়া থেকে সারিবাগান যাওয়ার রাস্তায় জোড়াবটতলার কাছে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে গিয়ে কারবাইন, দশ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন সহ গ্রেপ্তার করে একজনকে। ধৃতের নাম শেখ আলি হোসেন, বাড়ি খয়রাশোল থানার পুরশুন্ভা গ্রামে। 


পুলিশ সূত্রে আরও জানা গেছে, খয়রাশোল থানার ওসি কাবুল আলীর নেতৃত্বে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে যায় পুলিশ। এরপরই চারিদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ীকে। তাঁকে গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদ করে লোকপুর থানার ডেমুরটিটা গ্রামের সেখ জাফিরকে গ্রেপ্তার করে পুলিশ।