মিললো পচা মাংস আর অস্বাস্থ্যকর রং, দিনহাটার একাধিক বিরিয়ানির দোকানে হানা স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার


today


দিনহাটা:

দিনহাটাতে বেশকিছু বিরিয়ানি দোকানে অস্বাস্থ্যকর পরিস্থিতি, মিলল পচা মাংস। দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়ে অবশেষে সোমবার দিনহাটা পৌরসভা এলাকায় ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা বিরিয়ানি দোকান গুলোতে স্বাস্থ্য দপ্তর ও দিনহাটা পৌরসভা যৌথ অভিযান চালায়। 

এদিন বেশ কিছু দোকানে পচা মাংস সহ কেমিক্যাল রং ব্যবহারের হদিস মেলে তাই দোকান বন্ধসহ দোকানদারকে পুলিশের হাতে তুলে দেয় দিনহাটা পৌরসভা। 

এদিনের এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা মহকুমা হাসপাতালের হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মন্ডল ছাড়াও অন্যান্যরা। 

এদিনের এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে দিনহাটার ভোজনপ্রিয় বিরিয়ানি প্রেমিদের মধ্যে।