সদ্যোজাত কন্যা শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য

Burdwan



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

সদ্যোজাত কন্যা শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় শহর বর্ধমানের ১৪ নং ওয়ার্ডের ছোটো নীলপুর করবস্থান ও ঈদগার এলাকায়। তবে কে বা কারা এই সদ্যজাত শিশুকে মৃত অবস্থায় বস্তা বন্দি করে এখানে ফেলে রেখেগেছেন সেবিষয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।



বৃহস্পতিবার বর্ধমান ছোটো নীলপুর করবস্থান ও ঈদগার এলাকায়,ভাঙ্গা আর্বজনা কুরোতে যান এক ব্যক্তি। সেখানে ভাঙ্গা জিনিস পত্র কুড়োনোর সময় হাঠাৎই দেখতে পান একটি রক্তমাখা বস্তা। সামনে গিয়ে দেখেন একটি সদ্যজাত কন্যা শিশুর মৃতদেহ।মাথাটা থেঁতলে আছে।এই ঘটনার‌ খবর চাউর হতেই ভির জমে ঘটনাস্থলে।


খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান সদর থানার পুলিশ। মৃত সদ্যজাত শিশু কণ্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।এই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা সেখ আব্দুল কাজি বলেন এই কবর স্থানে এক ব্যাক্তি কাগজ কুড়োনোর সময় দেখতে পান একটি বস্তার মধ্যে একটি সদ্যজাত‌ কণ্যা শিশুর মৃতদেহ। এই খবর দেয় স্থানীয় মানুষ জন দের। খবর পেয়ে ভীর জমতে থাকে ঘটনাস্থলে।খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃত সদ্যজাত শিশু কণ্যার দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা কোনো অবৈধ সম্পর্কের জেরে এই সন্তান তানাহয় কণ্যা সন্তান বলেই এই ঘটনা ঘটিয়েছে।