Weather Update IMD: উত্তরে লাল সতর্কতা, আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টি একাধিক জেলায়

rain
Weather Update IMD



লাগাতার চলছে বৃষ্টি। আগামী আরো ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে। উত্তরের ৫ জেলায় জারি লাল সতর্কতা।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ৬ জুলাই পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে IMD, ৭-২০ সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ৫ জেলায়। উত্তর দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা, তবে দক্ষিন দিনাজপুর এবং মালদার জন্য এখনো পর্যন্ত কোন সতর্কতা নেই।

আগামী ৭ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে IMD ।

৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় চলবে ভারী বৃষ্টি, জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি ৩ জেলা সম্পর্কে কোন তথ্য জানায়নি আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টির জন্য জোড়া অক্ষরেখাকে দায়ী করেছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, আগে উত্তর-পূর্ব রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত ছিল। এখন তা সরে পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে সেই অক্ষরেখা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটার উপরে রয়েছে সেটি। 

দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে তা থেকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে পশ্চিম অসম পর্যন্ত। সেই অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়েও গিয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে রয়েছে। এই দুই অক্ষরেখার প্রভাবেই ভারী বৃষ্টি উত্তরবঙ্গে।